শ্রীপুর প্রতিনিধি ॥ শ্রীপুরে উপজেলা পরিষদের নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা আল আমিন হত্যা মামলার অভিযোগপত্র গত ২১ আগস্ট আদালত গ্রহণ করেছেন।
জানা গেছে, শ্রীপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ মার্চ আওয়ামী লীগ দলীয় ২ প্রার্থী ইকবাল হোসেন সবুজ ও অপর প্রার্থী আ. জলিলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত আল আমিন ১০ মার্চ মারা যান। এ ঘটনায় আল আমিনের পিতা আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, পৌর মেয়র আনিছুর রহমানসহ ৩৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করে। একটি সূত্র জানান, আদালত এ মামলা থেকে ৬জনকে অব্যহতি দিয়েছে। এরা হলেন- শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ, চেয়ারম্যানের ভাই সাখাওয়াত হোসেন পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, শ্রীপুর ডিগ্রী কলেজের শিক্ষক সেলিম দেওয়ান, সাংবাদিক লতিফ ও ব্যবসায়ী নূরুল ইসলাম খান।