শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শ্রীপুরে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

শ্রীপুরে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

শেয়ার করুন

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউপি উপ-নির্বাচনে ৮শ’ ছয় ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বাতেন সরকার নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, বিজয়ী প্রার্থী চশমা প্রতীকে বাতেন পেয়েছেন ১০ হাজার ৯শ’ ৭২ ভোট। তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী ফরিদ আহমদ সরকার তারা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১শ’ ৬৬ ভোট।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানোজ্জামান জানান, শ্রীপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট নেওয়া হয়। শান্তিপূর্ণ ভোটের জন্য মোতায়েন করা হয় ১৬ জন ম্যাজিস্ট্রেট ও ৯শ’ ২০ জন পুলিশ। পুলিশের পাশাপাশি কাজ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেলিহাটি উপ-নির্বাচনে মোট ভোটার ৩৪ হাজার ৬শ’ ১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৩শ’ ৭০ জন এবং নারী ভোটার ১৭ হাজার ২শ’ ৪০ জন।

শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আ. জলিল নির্বাচন করে বিজয়ী হওয়ায়, ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য পদে চলতি বছরের ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে।