শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > শ্রীপুরের প্রহলাদপুরে বেকার যুবকদের দক্ষ প্রশিক্ষণে সেইপের সামাজিক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীপুরের প্রহলাদপুরে বেকার যুবকদের দক্ষ প্রশিক্ষণে সেইপের সামাজিক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত

শেয়ার করুন


স্টাফ রিপোর্টার:
গাজীপুর: শ্রীপুরের প্রহলাদপুর এলাকার সেইপের সামাজিক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর ১৪০টি ট্রেড এ বেকার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রূপান্ত লক্ষ্যে দিনব্যাপী প্রহলাদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে উদ্বুদ্ধকরণ, কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও লোকগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ উপলক্ষে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পোতাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল হক আকন্দের সভাপতিত্বে এবং সেইফ এর সোস্যাল ফিন্ড অফিসার মোঃ মাসউদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাহিদা নাসরিন, জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, পোতাবাড়ি মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্য মোঃ কাদির মোল্যা প্রমুখ।
কর্মশালা শেষে স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকগীতি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সেইফ এর সোস্যাল ফিন্ড অফিসার মোঃ মাসউদ হাসান জানান, কর্মদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন, টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪ সাল থেকে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) চালু করেছেন।
তিনি আরো জানান, এ প্রোগ্রামে সেইপ ১৪০টি ট্রেড নিয়ে কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেড হলো: ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ওয়েল্ডিং, বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন, ফ্রিজ/এসি মেরামত, প্লাম্বিং/মেশিন, গার্মেন্টস, ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন ইত্যাদি।
১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোন বাংলাদেশী নাগরিক ট্রেডভেদে কমপক্ষে ৫ম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পাশ যুবক/যুবতীরা এ ট্রেডে অংশগ্রহণ করতে পারবে। গাজীপুর জেলায় বিভিন্ন স্থানে মোট ২৮টি ট্রেনিং সেন্টার রয়েছে।