শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শ্রমিকের বদলে রোবট

শ্রমিকের বদলে রোবট

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কর্মী সঙ্কট মেটাতে এখন থেকে রোবট ব্যবহার করা হবে। চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, চীনে ঘড়ির কাঁটা ধরে শ্রমিকদের বেতন দিতে হয়। তাছাড়া বাড়তি সময়ের জন্য দিতে হয় বাড়তি মজুরি। এ অবস্থা থেকে উত্তরণে কর্মীর পরিবর্তে রোবট ব্যবহারের কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

প্রদেশটিতে ৮ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে একটি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। এতে প্রতি বছর অন্তত পাঁচ হাজার কোম্পানিতে মানুষের কাজের জায়গা দখল করে নেবে রোবট। চেচিয়াং প্রদেশের ইকোনোমিক অ্যান্ড ইনফরমেশন কমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তির ব্যবহার চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠানে আগের তুলনায় অন্তত ৭ লাখ কর্মী কম প্রয়োজন হবে। সুইজারল্যান্ডের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এবিবির চীনা শাখার প্রধান লি গ্যাং জানান, এতে ব্যাপক মানুষ চাকরি হারাবে তা নয়, বরং মানুষের কাজের জায়গায় রোবট ব্যবহার করা যাবে। অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের পরিবর্তে কাজ করবে রোবট। এছাড়া সৃজনশীল কাজেও রোবট ব্যবহারের পরিকল্পনা চলছে। চীনের জীবনমান ধীরে ধীরে উন্নত হচ্ছে। এখন আর বাংলাদেশ ও কম্বোডিয়ার মতো সস্তা শ্রমিক পাওয়া যায় না, দিতে হয় বাড়তি মজুরি। চীনের সংবাদপত্র চায়না ডেইলি জানিয়েছে, শ্রমিক সঙ্কট মোকাবিলা করতে চীনের উত্তরাঞ্চলেও এ পদক্ষেপ নেয়া হচ্ছে।