স্পোর্টস ডেস্ক ॥
বড় হার দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। আরেকটি বিব্রতকর হারের শংকায় পড়েছিল তারা। তবে শেষদিকে কাসেমিরো নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন লস ব্লাঙ্কোরা। পুচকে ব্রুজের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেয় বেলজিয়াম ক্লাব ব্রুজ। শুরুটাও শুভ করে তারা। ম্যাচের ৯ মিনিটে দলকে লিড এনে দেন ইমানুয়েল বোনাভেনচুরা।
পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় রিয়াল। এতে খেলা ওপেন হয়ে যায়। সাফল্য পাওয়া তো দূরের কথা, ফের গোল খেয়ে বসেন স্বাগতিকরা। ৩৯ মিনিটে নিশানাভেদ করে ব্রুজকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সেই ইমানুয়েল।
ফলে হারের চোখ রাঙানি নিয়ে বিরতিতে যায় রিয়াল। এর মাঝে চোট পেয়ে মাঠ ছাড়েন তাদের গোলকিপার থিবো কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে ফিরে ছন্দে দেখা যায় জিনেদিন জিদানের শিষ্যদের। এবার গোলও পেয়ে যায় তারা।
৫৫ মিনিটে ব্যবধান কমান সার্জিও রামোস। গোলমুখে বেনজেমার বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে বল ঠিকানায় পাঠান তিনি।
অধিনায়কের গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। ব্রুজ শিবিরে মুহুর্মুহু আক্রমণ দাগায় তারা। তা সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অতিথিরা। এর তোড় সামলাতে না পেরে ৮৪ মিনিটে ভিনিসিউসকে ফাউল করে বসেন রুড ফরমার।
ফলে ফ্রি-কিক পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠও ছাড়তে হয় ফরমারকে। এ অবস্থায় সেই কিক থেকেই সমতায় ফেরে তারা। টনি ক্রুসের শটে কোনাকুনি হেডে বল জালে জড়ান কাসেমিরো। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে খুশি থাকতে হয় দুদলকে।
উল্লেখ্য, ইউরোসেরা প্রতিযোগিতায় এ নিয়ে ঘরের মাঠে টানা ৩ ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল।