বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো কয়েকদিন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমতে শুরু করলেও সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়- আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হলেও আগামী পাঁচ দিন তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শৈত্যপ্রবাহ ছাড়াও দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতেই একটি তীব্র ও দুটি মৃদু অর্থাৎ তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

আজ ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বনিন্ম তাপমাত্রা।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে ও সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে।