রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘শেয়ার’ করার হার বেশি

‘শেয়ার’ করার হার বেশি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ফেসবুক, ট্যুইটারের যুগে আর কেউ একা নয়। ঘটা করে নিজেকে প্রচার করতে পারলেই হলো। আপনাকে ঘিরে কমেন্ট, শেয়ার, রি-ট্যুইটের অভাব হবে না। তবে এতো কিছুর মধ্যেও কজন বলছে নিজের কথা? সবই তো হয়ে যাচ্ছে ধার করে। এমনটাই বলছে সদ্য প্রকাশিত এক রিপোর্ট। জার্নাল ম্যানেজমেন্ট সায়েন্সে প্রকাশিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক গনেশ লিয়ার ও জশউল্ট কাটোনারের ওই রিপোর্ট অনুযায়ী, কম টাকায় গ্রাহক ধরতে সবাই প্রচার করছে নিজেদের। আর এই প্রচার হচ্ছে শেয়ার, রি-ট্যুইটের মাধ্যমেই। খুব কম সংখ্যক মানুষ তৈরি করছেন নিজেদের কনটেন্ট। একই সঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে ফেসবুক ব্যবহারকারী ও ট্যুইটার ব্যবহারকারীর সংখ্যা গোটা বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ। তবে এদের মধ্যে মাত্র ৫৫ মিলিয়ন মানুষ নিজেদের কনটেন্ট তৈরি করেন।
সোশ্যাল মিডিয়ার এই ব্যবসায়িক দিকটিকেই কাজে লাগাচ্ছে বহুজাতিক সব শিল্প সংস্থা। কম খরচে বিশ্বের সব থেকে বড় বাজার ধরতে নিজেদের কনটেন্ট ক্রিয়েট করছে তারা। এবং সেগুলিই সোশ্যাল নেটওয়ার্কের জালের মধ্য দিয়ে ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব গ্রাহক, পাঠক, শ্রোতাদের কাছে।