শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শেষ দুটি ইচ্ছা অপূর্ণই থাকলো কামারুজ্জামানের!

শেষ দুটি ইচ্ছা অপূর্ণই থাকলো কামারুজ্জামানের!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দুটি ইচ্ছা অপূর্ণই থেকে গেল।

তিনি শুক্রবার পবিত্র দিনে ফাঁসি কার্যকর হউক তা চেয়েছিলো। কিন্তু গতকাল শুক্রবার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়ার পরও শেষ পর্যন্ত তা আর কার্যকর করা হয়নি। কেন হয়নি তা আর জানা গেল না। অপরটি গোসল ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সেটা সম্ভব হয়নি।
শুক্রবার যে কামারুজ্জামান ফাঁসি কার্যকর চেয়েছিলো তা নিশ্চিত করেন ঘাতক দালাল নিমূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরও।
শুক্রবার ফাঁসির আয়োজনের পরও শেষ পর্যন্ত ফাঁসি কার্যকর না করার বিষয়ে শাহরিয়ার কবিরের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, যদি শুক্রবারে তার ফাঁসি কার্যকর করা হতো। তাহলেতো ওই যুদ্ধাপরাধীর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হতো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধের ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছে তার দুইটি শেষ ইচ্ছার কথা বরেছিলেন। একটি শুক্রবারে যেন তার ফাঁসি কার্যকর করা হয়। অপরটি গোসল ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কিন্তু কারাবিধিতে বাংলাদেশে শুক্রবারে ফাঁসি কার্যকরের নিয়ম নেই। আর ফাঁসি কার্যকরের পর ধর্মীয় রীতি মেনেই গোসল করিয়ে কাফন পরিয়ে লাশটি একটি বাক্সের মধ্যে ভরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে থাকে। তবে কুখ্যাত খুনী এরশাদ শিকদারের লাশ গোসল ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল।