শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শেষ চারে চেন্নাই-এর সঙ্গী রাজস্থান

শেষ চারে চেন্নাই-এর সঙ্গী রাজস্থান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ পার্থ স্করচার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে তারা সেমিফাইনালে উঠলো। রোববার দিনের দ্বিতীয় খেলায় প্রথমে অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্স অল আউট হয় ১২০ রানে। পার্থকে অল্প রানে বেঁধে ফেলার নায়ক রাজস্থানের ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার কেভন কুপার। ইনিংসের মাঝামাঝিতে স্করচার্সের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরান তিনি। ৪ ওভার বল করে একাই তুলে নেন ৪ উইকেট। রান দেন মাত্র ১৮টি। স্করচার্সের ব্যাটসম্যান অ্যাডাম ভগস করেন ২১ বলে সর্বোচ্চ ২৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে লিয়ামডেভিসের ব্যাট থেকে। এছাড়া, আর কেউ ১২ রানের বেশি করতে পারেনি।
১২১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌঁছে যায় রাজস্থান। তবে রাজস্থানের শুরুটা ছিল বেশ হতাশার। দলীয় ১ রানে ব্যক্তিগত কোন রান না করেই ফিরে যান দলীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। কিন্তু দ্বিতীয় উইকেটজুটিতে আজিঙ্কা রাহানে ও সাঞ্জু স্যামনস দলকে জয় এনে দেন। তাদের ১২০ রানের পার্টনারশিপে ২১ বল হাতে রেখেই জয় পায় রাজস্থান। রাহানে ৫৩ বলে ৫টি চার ও দু’টি ছক্কার সাহায্যে অপরাজিত থাকেন ৬২ রানে। আর ৪২ বলে স্যামনস করেন ৫০* রান। ১৮ রানে ৪ উইকেট দখল করে ম্যাচসেরা খেলোয়াড় হন কেভন কুপার।
সংপ্তি স্কোর
পার্থ স্করচার্স: ১২০ (ভগস ২৭, ডেভিস ১৮, ক্যাটিচ ১২, টার্নার ১১, কুপার ৪/১৮, ট্যাম্ব ২/১৭, ফকনার ২/১৬, ওয়াটসন ১/২৩)।
রাজস্থান: ১২১/১ (রাহানে ৬২*, স্যামনস ৫০*, জেসন বেহরেন্ডর্ফ ১/২৮)।
ফল: রাজস্থান ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: কেভন কুপার।