রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ নারীদেরকে বেশি মূল্যায়ন করে :

শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ নারীদেরকে বেশি মূল্যায়ন করে :

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নারীদেরকে বেশি মূল্যায়ন করে। অন্য কোনো দল যেটা করতে পারে না।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই ‘সংসদ নির্বাচনে বেশি নারীকে মনোনয়ন দেয়া হয়। যা অন্য কোনো দল থেকে দেয়া হয় না।’

তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি থাকলেও ভবিষ্যতে তা আরো বাড়ানো হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ দিয়েছি নারীকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে এবার ভিসি হিসেবে নিয়োগ দিয়েছি।’

ভিসি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরে ভিসি নিয়োগ দিলেই আন্দোলন হয়। আশাকরি এবার যে ভিসিকে নিয়োগ দেয়া হয়েছে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন।