বাংলাভূমি ডেস্ক ॥
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছ থেকে তিন ধরনের ইনজেকশন জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে ওষুধগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টিম। পরে ঢামেক হাসপাতালের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সূত্রে জানা গেছে, ইনস্টিটিউট থেকে ব্যাগে ভরে ওষুধ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন রাস্তা থেকে ওষুধসহ তাকে আটক করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে এনএসআই তাকে হাসপাতালের সরকারি ওষুধসহ ইনস্টিটিউটের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে সরকারি তিন ধরনের ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.পার্থ শংকর পাল জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।