স্টাফ রিপোর্টার ॥ বতর্মান সরকারকে ‘আল্লাহর দান’ বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-১২ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। আল্লাহর ইচ্ছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ সংসদ সদস্য এমন মন্তব্য করেন।
সামশুল হক চৌধুরী বলেন, ‘আল্লাহ ইচ্ছা ছিল বলেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আর রওশন এরশাদ হয়েছেন বিরোধীদলীয় নেতা।’
এসময় তিনি পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের এটি আয়াত পাঠ করে তার ব্যাখ্যাও দেন। আয়াতের উদ্বৃতি দিয়ে তিনি বলেন ‘আল্লাহ তাআলা বলেছেন, তিনি যাকে খুশি রাজ্য দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন।’