রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শেখ হাসিনার ‘আসনে’ বিএনপির জয়

শেখ হাসিনার ‘আসনে’ বিএনপির জয়

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, রংপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন বকুলকে (কাপ-পিরিচ) ৪ হাজার ৬৫ ভোটে পরাজিত করেছেন।

আনারস প্রতীক নিয়ে নূর মোহাম্মদ মণ্ডল পান ৭৪ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়াদত হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৮৭৭ ভোট। তবে এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন মেসকোয়ারা হাবিব মুক্তি। তিনি মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৫২ ভোট।

ভোট গণনা শেষে সোমবার রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার এটিএম জিয়াউল ইসলাম।

সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন।

গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের আগের দিন ২০ ফেব্রুয়ারি পীরগঞ্জে (রংপুর-৬) দশম জাতীয় সংসদের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় সেখানে ভোটগ্রহণ হয়নি। পরে ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের তারিখ পুনর্র্নিধারণ করা হয়।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনে এ আসনে জয় পান শেখ হাসিনা। পরে নিয়ম অনুযায়ী গোপালগঞ্জ-৩ আসনটি রেখে পীরগঞ্জের আসনটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।