বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দিতে ১৪ দলের নেতৃবৃন্দ তার বাসা গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গিয়ে তাকে সান্ত্বনা দেন ১৪ দলের নেতৃবৃন্দ।
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, শিরিন আক্তার, ডা. সাহাদাৎসহ বেশকিছু নেতা সেলিমের বাসায় যান। নাতির মৃত্যু ও জামাতার আহত হওয়ার ঘটনায় তারা শেখ সেলিমকে সান্ত্বনা দেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান মারা গেছে। শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী বেঁচে আছেন তবে তার দুই পা ড্যামেজ হয়ে গেছে।
রোববার শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় ২৯৬ জন মারা যান। তার মধ্যে বাংলাদেশের দুজন মারা গেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।