শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ

শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

মাওয়া পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে: প্রধানমন্ত্রীর ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়ে গেলে বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মূল কর্মযজ্ঞ।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা ৫৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে পাইলিংয়ের মাধ্যমে মূল সেতুু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নদীর অপর তীরে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ নদী শাসনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

মূল সেতুর পাইলিংয়ের কাজে উদ্বোধনের পর মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডলে নির্মিত জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেখানে সমবেত জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যেই জনসভাস্থলে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ।