শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > শুরুতেই ফিরলেন সৌম্য

শুরুতেই ফিরলেন সৌম্য

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ১১/১।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০।

শুরুতেই সৌম্যর বিদায়: দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

আট মিনিটে অলআউট অস্ট্রেলিয়া: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাত্র আট মিনিট ব্যাটিং করে অস্ট্রেলিয়া। মুস্তাফিজুর রহমানের বলে স্লিপে ক্যাচ দেন নাথান লায়ন। স্লিপে দাঁড়ানো ইমরুল বল তালুবন্দি করতে ভুল করেননি।

মুস্তাফিজেই অলআউট অস্ট্রেলিয়া: গতকাল ৩ উইকেট নিয়ে নিজের ফর্মের কথা জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আজ দিনের শুরুতেই অস্ট্রেলিয়া দলের শেষ উইকেটটিও তার দখলে গেছে। আজ মুস্তাফিজের প্রথম ওভারের পঞ্চম বলেই স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়া নাথান লায়ন।

ডেভিড ওয়ার্নারকে গতকাল সেঞ্চুরির আগে থামানো যায়নি। তবে সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরানোর পর অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ৩৭৭। আজ শেষ উইকেটটি তাড়াতাড়ি নেওয়ার প্রত্যাশা থাকবে টাইগার বোলারদের।