শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শুরুতেই জিম্বাবুয়ের ধাক্কা

শুরুতেই জিম্বাবুয়ের ধাক্কা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ৩০তম ম্যাচে জিম্বাবুয়েকে জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড।
জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা আইরিশ বোলারদের সামনে শুরুতেই হোঁচট খায়। শত রান পূর্ণ হওয়ার আগেই জিম্বাবুয়ে হারিয়েছে ৪টি উইকেট। ২ ওপেনার সেকান্দার রাজা (১২) ও চামু চিবাবা (১৮) রানে ফিরে সাজঘরে গেছেন। দ্রুতই তাদের অনুসরণ করেছেন সোলমন মিরে (১১) ও হ্যামিল্টন মাসাকাদজা (৫)। ২২ ওভার শেষে জিম্বাবুয়ের ৪ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে।
এর আগে অস্ট্রেলিয়ার হোবার্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। খেলতে নেমে শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ১৬ রানের পানিয়াঙ্গারার বলে আউট হয়েছিলেন ওপেনার স্টারলিং (১০ রান)। তবে এড জয়েস ও বালবিরনির দারুণ ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে কোনো সমস্যা হয়নি আইরিশদের।
১১২ রান করে আউট হয়েছেন এড জয়েস। আর ৯৭ রান করেছেন বালবিরনি। শেষ অবধি নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৩১ রান করেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ৩৩১/৮, ৫০ ওভার (এডি জয়েস ১১২, অ্যান্ডি বালবিরনি ৯৭, পোর্টারফিল্ড ২৯; চাতারা ৩/৬১, উইলিয়ামস ৩/৭২)।