শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শুভ জন্মদিন নির্মলেন্দু গুণ

শুভ জন্মদিন নির্মলেন্দু গুণ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশের সমকালীন জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের ৭১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে (২১ জুন) নেত্রকোণার বারহাট্টায় জন্মগ্রহণ করেন এ কবি।
ষাটের দশকের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৬২ সালে। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’। কবিতা, গদ্য, উপন্যাস, প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণকাহিনী মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
কাব্য চর্চার পাশাপাশি তিনি অনেক দিন সংবাদপত্রে কাজ করেছেন। লিখেছেন ‘নির্গুণের জার্নাল’ শিরোনামে বেশ জনপ্রিয় কলাম। ’৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক শাসনকে উপেক্ষা করে তার লেখা ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতাটি ছিল ওই সময়ের এক সাহসী উচ্চারণ। ‘বঙ্গবন্ধুকে নিয়ে রচিত তার এমন আরো অজস্র কবিতা পাঠক মহলে সমাদৃত। তার ‘হুলিয়া’ এবং ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ কবিতার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে পৃথক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
নির্মলেন্দু গুণ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলা একাডেমি পদক (১৯৮২) ও একুশে পদক (২০০১)।