সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শুধু সুনাম নয় অন্যায় করলে তাও লিখতে হবে: রাসেল সরকার

শুধু সুনাম নয় অন্যায় করলে তাও লিখতে হবে: রাসেল সরকার

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
পত্রিকায় শুধু সুনাম লিখলে চলবে না বরং তা দেশ ও জাতীর জন্য ক্ষতিকারক হবে যে ভাল কাজ করবে তার ভাল এবং যে মন্দ কাজ করবে তার মন্দ লিখতে হবে। প্রয়োজনে আমি খারাপ করলে আমার বিরুদ্ধে ও লিখতে হবে তবেই আমি সংশোধন হতে পারব এবং অন্যায় কাজে লিপ্ত হবো না দেশ এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।


আজ শনিবার সকালে গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাভূমি পত্রিকার ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে পত্রিকাটির প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর যুবলীগের আহব্বায়ক মোঃ কামরুল আহ্সান সরকার রাসেল এসব কথা বলেন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, উপদেষ্টা মো: শাহিন হোসেন মোল্লাহ্, উপ-সম্পদক আমিনুল ইসলাম, ইব্রাহিম খন্দকার, সিটি এডিটর মোঃ মজিবুর রহমান পাটোয়ারী, সহ-সম্পাদক বায়েজীদ হোসেন, স্টাফ রিপোর্টার মনির হোসেন মানিক, এস এম আদিউল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নরসিংদী প্রতিনিধি বিল্লাল হোসেন, গাজীপুর রিপোর্টাস ফোরামের সভাপতি হাজী কামাল চৌধুরি, গাজীপুর কর্মাস কলেজের প্রভাষক মারিয়াম আক্তার নাহিদা, ভালুকা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও বাংলাভূমি ভালুকা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান খান জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধি এ্যাড. আমিনুল ইসলাম, কবি হোসনেয়ারা হাসি প্রমুখ।

সকাল থেকেই পত্রিকার প্রধান কার্যালয় গাজীপুর শহরের প্রাণ কেন্দ্র হাবিবুল্লাহ্ স্মরনীর ইকবাল কুটিরে জড়ো হতে থাকে বিভিন্ন জেলা-উপজেলা, পরিচালনা পরিষদের ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিনিধি ও অতিথিবৃন্দ এক পর্যায়ে পূর্ণমিলনী মিলন মেলায় পরিণত হয়।

পরে বাংলাভূমি’র উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলামের রোগ মুক্তি কামনা এবং প্রয়াত প্রধান উপদেষ্টা মরহুম সামসুদ্দিন সরকারের আত্মারমাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।