বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > শীতলক্ষ্যা’র ২৭ বছর পূর্তিতে আলোচনা

শীতলক্ষ্যা’র ২৭ বছর পূর্তিতে আলোচনা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার ২৭ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার বিকেল ৫টায় সাবেক এমপি কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।


অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও শীতলক্ষ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক আইয়ুবুর রহমান খান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, দৈনিক গণমুখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ গণি, গাজীপুর থেকে প্রকাশিত বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।


এর আগে শীতলক্ষ্যা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীর প্রেস উপ-সচিব আশরাফুল আলম খোকন। এছাড়া শুভেচ্ছা জানান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মেয়র প্রার্থী কামরুল আহ্সান সরকার রাসেল।
এছাড়া কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আমানত হোসেন খান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, গাজীপুর সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, এটিএন নিউজের মাজহারুল ইসলাম মাসুম, সময় টিভির সৈয়দ মনির হোসেন, মাছরাঙা টিভির ফারদিন ফেরদৌস, চ্যানেল টুয়েন্টিফোরের রফিক খান, ডিবিসি নিউজের মাহবুবা সিকদার, চ্যানেল নাইনের আসাদুজ্জামান সাদ শুভেচ্ছা জানান।
এছাড়ও শুভেচ্ছা জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রিন্সিপাল ব্রাঞ্চের ব্যবস্থাপক আবুল আলম ফেরদৌস, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের অধ্যাপক কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ছানাউল্লাহ্, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এমএ গাফ্ফার, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, জাসদ নেতা ভেষজ ডাক্তার সুদন দাস, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ আজাদ, কাপাসিয়ার ফারিয়া সভাপতি জুয়েল ফকির, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন, কাপাসিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বকুল দর্জি, গণতন্ত্রী পার্টি কাপাসিয়ার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কাপাসিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি সোহরাব উদ্দিন, কাপাসিয়া উপজেলা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, বিএনপি নেতা মাসুদ করিম, পেশাজীবী কল্যাণ পরিষদ, রাওনাট সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আকন্দ।
এছাড়া কাপাসিয়ার সিনিয়র সাংবাদিক সঞ্জীব কুমার দাস (সমকাল), সাইফুল ইসলাম শাহীন (যুগান্তর), জাকির হোসেন কামাল (আমাদের সময়), মো. মুজিবুর রহমান (মানবজমিন), বেলায়েত হোসেন শামীম (আমাদের অর্থনীতি), তপন বিশ^াস (সকালের খবর), আবু সাঈদ (নয়া দিগন্ত) আব্দুল কাইয়ুম (মানবকণ্ঠ), হাজী সাইফুল ইসলাম (দৈনিক জনতা), মো. সবুজ (প্রতিদিনের সংবাদ), সাইফুল্লাহ লবিব (আজকের জনতা) সহ অনেকে। এছাড়া কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার, শ্রীপুরের সাংবাদিক ফয়সাল আহমেদ, সিহাব খান, মামুন। এছাড়া আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে ইব্রাহিম খলিল। এছাড়া কাপাসিয়ার পত্রিকার হকারগণও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শীতলক্ষ্যার সম্পাদককে।
এ সময় প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, সাপ্তাহিক শীতলক্ষ্যা দীর্ঘ সময় ধরে গাজীপুরের বিভিন্ন সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছেন। আজ এর ২৭ বছর উদযাপন হলেও আমরা চাই যেন শত বছরও এভাবে উদযাপন করতে পারে। তিনি আরো বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর এই সংবাদপত্রের মাধ্যমে দেশ ও জাতি সব সংবাদ খুব সহজেই পেয়ে থাকেন।
এ সময় প্রধান অতিথি শীতলক্ষ্যা পত্রিকার একটি অনলাইন ভার্সন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করায় পত্রিকার সম্পাদক শেখ তমিজ উদ্দিন আহম্মদ খোকাকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।