শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি. শেরপুর ॥
জেলায় শিশু আরাফাত ইসলাম রাহাত হত্যা মামলায় তিনজনের ফাঁসিসহ একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের শিকার রাহাত শহরের গৃদা নারায়ণপুর এলাকার শহিদুল ইসলাল খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব লোপা মোমেরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর লতিব (২১), আসলঅম বাবু (২২), রবিন মিয়া (২০) এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামির নাম ইমরান হোসেন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ আগস্ট খালু আব্দুর লতিব রাহাতকে নিয়ে ঘুরতে বের হয়। পরে তিনি একা বাসায় ফিরে এসে জানায় রাহাতকে অপহরণ করা হয়েছে। এরপর অপহরণকরীরা রাহাতকে ফেরত দেয়ার নামে মুক্তিপণ দাবি করে। এ সময় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ৮ আগস্ট জেলার নালিতাবাড়ি মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি জঙ্গল থেকে রাহাতের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পরদিন ৯ আগস্ট বাবা শহিদুল ইসলাল খোকন বাদী হয়ে সদর থানায় ওই চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।