বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিরোপা লড়াই শুরু আজ

শিরোপা লড়াই শুরু আজ

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক লড়াই শেষ। এবার পালা শিরোপা লড়াইয়ের। ১২ দলের লীগ থেকে ক্রিকেট কোচিং স্কুল বহিষ্কৃত হলে তা দাঁড়ায় ১১-তে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লীগ। প্রথম দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লীগের প্রথম পর্বের শীর্ষ দল গাজী ট্যাংক ক্রিকেটার্স খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির (কেসিএ) বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। এ ছাড়া বিকেএসপি’র ২নং মাঠে দিনের অপর হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
এবারের প্রথম পর্বটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। দলবদলের নতুন লটারি পদ্ধতিতে অনেক দলই ইচ্ছামতো দল গড়তে পারেনি। ফলে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আর যার খেসারত দিয়ে সুপার লীগে ব্যর্থ হয়েছে ১৬ বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে দলগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা গড়ে ওঠে। যার ফলে দেখা যায় শীর্ষ ৩ দলের পয়েন্টই সমান ১৪। এর পরের দু’দলেরও সমান ১২।
মুশফিক-মাশরাফী মুখোমুখি
দলবদলের পর এবার কাগজে-কলমে লীগের অন্যতম সেরা দল ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুশফিকুর রহীমের নেতৃত্বে তাদের শুরুটাও ভালই ছিল। জাতীয় দলের জন্য কয়েকজন ক্রিকেটার ছাড়তে হওয়ায় কিছুটা দুর্বল হয়ে পড়েছিল দলটি। শেষ পর্যন্ত ভাগ্যগুণে সুপার লীগে উঠে এসেছে শেখ জামাল। প্রথম ম্যাচেই জামালকে পড়তে হচ্ছে মোহামেডান পরীক্ষার সামনে। যদিও প্রথম পর্বে দু’দলের সাক্ষাতে একতরফাভাবেই জিতেছিল শেখ জামাল। তাদের ৩০৬ রানের জবাবে মোহামেডান অলআউট হয়েছিল ৬৭ রানে। আজ সে ম্যাচের ছায়া বিকেএসপিতে রাখতে চাইবে না সাদা-কালোরা। তা ছাড়া সে ম্যাচে না থাকলেও আজ মোহামেডানের হয়ে খেলবেন দেশসেরা পেসার মাশরাফী বিন মর্তুজা। আর জামালের নেতৃত্বে আছেন মুশফিকুর রহীম। সবমিলিয়ে অলক্ষ্যে লড়াইটা তাদের মধ্যেও থাকবে।
প্রতিশোধের সুযোগ গাজী ট্যাংকের
পয়েন্ট সমান হলেও রান গড়ে লীগের শীর্ষ দল গাজী ট্যাংকের জন্য আজকের ম্যাচটি প্রতিশোধের। লীগ পর্বে এই কেসিএ’র বিপক্ষেই গাজীর তিক্তকর অভিজ্ঞতা রয়েছে। ৭ই নভেম্বর ফতুল্লায় কেসিএ’র কাছে ৯ উইকেটে হেরেছিল গাজী ট্যাংক। কিন্তু এবার সহজ জয় আশা করছেন তারা। মিরপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কেসিএ এবার চমক জাগানিয়া দল হলেও বিদেশী ক্রিকেটারের কারণে তারা শক্তিতে গাজী ট্যাংক অনেক এগিয়ে থাকবে। কলাবাগানের দ্বিতীয় দলটির একমাত্র বিদেশী ক্রিকেটার জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। ক্লাবের কর্মকর্তা রিয়াজ বাবু জানিয়েছেন, মার্শাল আইয়ুবরা থাকলেও ম্যাচে গাজী ট্যাংকই এগিয়ে থাকছে কাগজে-কলমে। ইমরুল কায়েস, মাহমুদ উল্লাহ রিয়াদ ও রুবেলদের নিয়ে গড়া গাজী ট্যাংক দারুণ ছন্দে আছে। গাজী ট্যাংকের ২০৪ রানের বিপরীতে আবদুল মজিদের সেঞ্চুরি, মাসাকাদজার হাফ সেঞ্চুরিতে জয় পেয়েছিল কেসিএ। আজ তার পুনরাবৃত্তি করা কঠিন কর্মই হবে কেসিএ’র।
প্রাইম ডার্বি ফতুল্লায়
২৪শে অক্টোবর বিকেএসপিতে মওসুমের প্রথম প্রাইম ডার্বিতে অবশ্য জিতেছিল প্রাইম দোলেশ্বর। ৫ উইকেটে প্রাইম ব্যাংককে হারিয়েছিল দোলেশ্বর। আজও ফতুল্লায় পূর্ব সাক্ষাতের স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে তারা। সোহাগ গাজী, মুমিনুল হকসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার রয়েছেন এ দলে। প্রাইম ব্যাংকও প্রস্তুত ভালভাবেই। জিয়াউর রহমান, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়রদের সঙ্গে তিন বিদেশীর সংযুক্তি প্রাইম ব্যাংককেও ব্যালেন্সড দলের তকমাই পাইয়ে দিচ্ছে।

অংশগ্রহণকারী দল
১. গাজী ট্যাংক ক্রিকেটার্স
২. প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব
৩. মোহামেডান স্পোর্টিং ক্লাব
৪. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:
৫. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৬. কলাবাগান ক্রিকেট একাডেমি
প্রথম রাউন্ড
২০ নভেম্বর, ২০১৩
গাজী ট্যাঙ্ক-কলাবাগান ক্রিকেট
প্রাইম দলেশ্বর-প্রাইম ব্যাংক
মোহামেডান-শেখ জামাল
২য় রাউন্ড
২২শে নভেম্বর, ২০১৩
গাজী ট্যাংক-প্রাইম ব্যাংক
প্রাইম দলেশ্বর-শেখ জামাল
মোহামেডান-কলাবাগান ক্রিকেট
৩য় রাউন্ড
২৩শে নভেম্বর, ২০১৩
গাজী ট্যাংক-শেখ জামাল
প্রাইম দলেশ্বর-মোহামেডান
প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রিকেট