শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শিগগিরই সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হবে: লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হবে: লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বিমান বন্দরের কাজ প্রায় সম্পন্ন।

কিছুদিনের মধ্যে সিলেট-লন্ডন ফ্লাইট স্থায়ীভাবে চালু হয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং আরো অনেক উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানান তিনি।

দেশের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজে প্রবাসীদের হাত প্রসারিত করে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এসময় ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এম নজরুল ইসলামকে অভিনন্দন জানান।

তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লন্ডনের কেমডেন টাউনে মহারাণী রেস্টুরেন্টে এম নজরুল ইসলামের সম্মানে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানবক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, সম্পাদক মন্ডলীর সদস্য মিসবাউর রহমান মিসবা, কাওসার আহমেদ ও খসরুজ্জামান খসরু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম, ফিরোজ আহমেদ, মাহবুব আহমদ, সৈয়দ আজিজুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী, আফজাল হোসেন, শেখ নুরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন, দেলোয়ার হোসেন লিটন প্রমুখ।