শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন’

‘শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রামবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে।
রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গওহর রিজভী বলেন, গত ৬-৭ বছরে পার্বত্য অঞ্চলে অসাধারণ উন্নয়ন হয়েছে। ১৯৯৭ সালে করা পার্বত্য চুক্তির বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে, বাকি আছে শুধু ভূমি বিরোধ নিষ্পত্তি। এই বিরোধ নিষ্পত্তির জন্য একটি খসড়াও এখন প্রস্তুত, যা শিগগিরই পার্লামেন্টে যাবে। সেখানে অনুমোদন হলেই এই সমস্যা সমাধান হবে।