শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই

শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীতে নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রাত ১টার দিকে জিল্লুর রহমানের স্বজনরা জানায়, রাতেই মরদেহ শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিমঘরে মরদেহ রাখা হবে। তাঁর দুই ছেলে দেশের বাইরে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহে।
১৯৭৭ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান জিল্লুর রহমান সিদ্দিকী। দুই বছর পর ১৯৭৯ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। ২০১০ সালে পান স্বাধীনতা পুরস্কার।