শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠক

শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপিপন্থী শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

রুদ্ধদ্বার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন বিষয়ে শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের মতামত নেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি আল মাহমুদ, শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদ, চিকিৎসক অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক মবিন খান, অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রউফ, ড. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক এটিএম নুরুল আমিন, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক মো. সাইফুল হক, অধ্যাপক ফেরদৌস হোসেন, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, কৃষিবিদ অধ্যাপক এ এম ফারুক, মুহাম্মদ শহীদুল হক, আবদুল মাজেদ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশলী মহসিন আলী, প্রকৌশলী মুহাম্মদ ইসহাক, প্রকৌশলী মুহাম্মদ আজিজুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মাহফুজউল্লাহ, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, আবদুল হাই শিকদার, সাবেক ছাত্র নেতা নুর মোহাম্মদ খান, নাজমুল হক নান্নু, ছড়াকার আবু সালেহ প্রমুখ।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম