রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শিক্ষকরা সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং করাচ্ছেন

শিক্ষকরা সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং করাচ্ছেন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর নামি-দামি স্কুলের শিক্ষকরা সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং করাচ্ছেন। দুদকের তালিকায় নাম থাকা শিক্ষকেরা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ইংরেজি শিক্ষক তৌহিদুল ইসলাম নিজের স্কুলের শিক্ষার্থীদের এখনো কোচিং করান। কোচিং বাণিজ্যের দায়ে তার নাম দুদকের তালিকাতে আছে।

তৌহিদুল ইসলাম ছাড়াও আইডিয়াল স্কুলের আরো চার শিক্ষক কোচিং চালাচ্ছেন। অভিভাবকদের অভিযোগ শিক্ষকেরা ক্লাসে ঠিকমতো না পড়ানোর কারণেই ছাত্রদের কোচিংয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা।

সরকারের হুঁশিয়ারির পরেও রাজধানীর বিভিন্ন এলাকাতেই বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত। এ অবস্থা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে দাবি কর্তৃপক্ষের।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, দুদকের তালিকায় নাম আসা শিক্ষকদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি রাজধানীতে কোচিং বাণিজ্য ঠেকাতে তারা কঠোর অবস্থান নিয়েছে।

অভিযোগ প্রমাণ হলে দায়ী শিক্ষকদের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি