শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আটক ১০

শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আটক ১০

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শিক্ষকদের অবস্থানে টিয়ারশেল ও গরমপানিও ছোড়া হয়। এসময় দুইজন নারী শিক্ষক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করে নিয়ে গেছে। সকাল নয়টা থেকে বিভিন্ন দাবীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি শুরু করেন। সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বেলা একটার মধ্যে কর্মসূচি শেষ করতে। কিন্তু নির্ধারিত সময়ে শেষ না করায় তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে একদফা সংগঠিত হওয়ার চেষ্টা করলেও পুলিশের অবস্থানের কারণে তারা শহীদ মিনার এলাকায় যেতে পারেননি।