রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ বিষয়টি জানানো হয়।

এর আগে শাহ হাদিউজ্জামানের ছেলে শাহ খালিদ মামুন বাংলানিউজকে জানান, গত জানুয়ারি মাসের শেষ দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে দেশে ফেরত পাঠালে রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহ হাদীউজ্জামান যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন।  ২০০৮ সাল থেকে যশোর জেলা পরিষদের প্রশাসক ও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।