শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > শাহবাগিদের আনন্দ মিছিলেও তরুণরা নেই

শাহবাগিদের আনন্দ মিছিলেও তরুণরা নেই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশের পর ‘আনন্দ মিছিলের’ জন্য কয়েকজন লোক জোগাড় করতেই গতকাল গলদগর্ম হতে হয়েছে শাহবাগিদের। রায়ের ঘন্টাখানেক পর গোটা তিরিশেক শাহবাগি ও পথচারীকে অনুরোধ করে মিছিল করেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার। এসময় সাংবাদিকরা তার কাছে কর্মী সংকটের কারণ জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায়ে দেশের জনগণ হতাশ হওয়ায় গণজাগরণ মঞ্চে লোক সমাগমে ভাটা পড়েছে! তবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, আগেরদিন ছাত্রলীগের এক কর্মীসহ কয়েকজনকে মারধর করার পর গতকাল সকাল থেকে ছাত্রলীগের হামলার ভয়ে কেউ শাহবাগে আসেনি।
কর্মীদের না আসার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে ইমরান আরও বলেন, ‘আমাদের বিভিন্ন কর্মসুচি পালনে পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু এসব বাধা অতিক্রম করেও আমরা আমাদের কর্মসুচি পালন করে যাচ্ছি।’
এর আগে বেলা ১১টায় ঘোষণা দেয়া হলেও দুপুর পৌনে ১২টা পর্যন্ত জামায়াতের হরতালবিরোধী বের করতে পারেনি শাহবাগের সরকার সমর্থক গণজাগরণ মঞ্চ। সকাল সোয়া ১০টার দিকে শাহবাগে হাতে গোনা ১০ জনকে দেখা গেছে। তারা বসে আড্ডা দিচ্ছেন।
পৌনে ১১টার দিকে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ জনে। তারা জড়ো হয়ে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্— শাহবাগের লোকসংখ্যা দাঁড়ায় ৩০ জনে। এরপর তাদে নিয়ে একটি সংপ্তি একটি মিছিল।