বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শাহজালালে ৬৩৫ কার্টন সিগারেট জব্দ

শাহজালালে ৬৩৫ কার্টন সিগারেট জব্দ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ হাওয়া এসব পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।

গতকাল সোমবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা ‘এসভি -৮০২’ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৬৩৫ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেন শুল্ক কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই যাত্রীর একজনের নাম মোহাম্মদ লোকমান। বাড়ি চট্টগ্রামে। অপর যাত্রী বিল্লাহ হোসেনের (৩৭) বাড়ি চাঁদপুরে।

তিনি বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।