বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শাহজালালে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ২ কোটি টাকার সিগারেট জব্দ

শাহজালালে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ২ কোটি টাকার সিগারেট জব্দ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি শাখার ১নং ডেলিভারি গেট দিয়ে পাচারের প্রাক্কালে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারি কমিশনার সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কোটি টাকার ওপরে শুল্ক ফাঁকি দিয়ে স্পেয়ার পার্টসের আমদানির নামে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট পাচারের সময় তা জব্দ করেছে।

প্রিভেনটিভ টিমের এ অভিযানে আরো নেতৃত্ব দেন রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন এবং কয়েকজন সহকারি রাজস্ব কর্মকর্তা। গত মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, এয়ারফ্রেইট কেন্দ্রীক সংশ্লিষ্ট আমদানিকারক গাড়ির স্পেয়ার পার্টসের ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বেনসন এন্ড হেজেজ সিগারেট আমদানি করে। বিল অব এন্ট্রি জমা না করে গোপন সমঝোতায় গেট কন্ট্রাক্টে তা পাচার করার পূর্বেই ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারফ্রেইট এলাকার ১নং ওয়ার হাউজ এলাকা থেকে ১ হাজার দুইশত সাত কার্টন সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেট ইনভেন্ট্রি করে তা রাষ্ট্রীয় গুদামে জমা করা হয়েছে। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, স্পেয়ার পার্টসের মিথ্যা ঘোষণা দিয়ে উক্ত সিগারেট আমদানি করা হয়। তিনি আরো জানান, ২ কোটি টাকার শুল্ক ফাকি দিয়ে তা পাচারের চেষ্টা করছিল সংঘবদ্ধ পাচারকারি দল। এ চালানের পন্য খালাসের জন্য কোন সিএন্ডএফ বিল অব এন্ট্রি জমা করেনি। আমদানিকারকের কাগজপত্র উদ্বারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ পাচার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। শুল্ক আইনে একটি বিভাগীয় মামলা হয়েছে।