রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > শাহজালালে বিমানের আসন থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে বিমানের আসন থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত একটি বিমানের আসনের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে ওই সোনা পাওয়া যায়।

প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলার একটি এয়ারক্রাফটের সিটের ফোম ওঠানোর পর দেখা যায় ছোট একটি কালো ব্যাগ আঠা দিয়ে সিটের ভেতরের অংশে লাগানো। ব্যাগটি খোলার পর ভেতরে টেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বিস্কুট পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার মোট ওজন ৪.৬৪ কেজি, আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানান সাইফুল।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত কাওকে আটক করা যায়নি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।