শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শাহজালালে ট্রলিম্যানদের বিক্ষোভ, কর্মবিরতি

শাহজালালে ট্রলিম্যানদের বিক্ষোভ, কর্মবিরতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান নিরাপত্তা কর্মকর্তার অসৌজন্যমুলক ব্যবহারের প্রতিবাদে কর্তব্যরত ট্রলিম্যানরা বিক্ষোভ ও কর্মরত বিরতি পালন করেছে।
পরে উপ-পরিচালকের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়েছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, ট্রলিম্যানদের তার কক্ষে ডেকে এনে মিটমাট করা হয়েছে।
বিমানবন্দর সত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একত্রে ৮/১০ টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরন করে। এতে করে বিদেশ ফেরত যাত্রীদের চাপে তাদের ল্যাগেজ বহনের জন্য ট্রলির সংকট দেখা দেয়। সকালের পালায় কর্মরত ১৫ জন ট্রলিম্যান হাড়ভাংগা পরিশ্রম করে যাত্রীদের ট্রলির যোগান দিতে থাকে। এ সময় প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা এ্যারাইভালে এসে ট্রলি সরবরাহ না করায় কর্তব্যরত ট্রলিম্যানদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তার গালিগালাজ সহ্য করতে না পেরে কর্ত্যরত ট্রলিম্যানরা ট্রলি ইনচার্জ ফারুক ও সেলিমের নেতৃত্বে তাৎক্ষণিক এক সিদ্বান্তে কর্মবিরতি ও সিএসওর গালিগালাজের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এ সময় শাহজালালে বিদেশ ফেরত যাত্রীদের ট্রলির যোগান না দেয়ায় যাত্রীরা অনেকটাই বেকায়দায় পড়ে যান। অবস্থা বেগতিক দেখে বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন ট্রলিম্যানদের তার কক্ষে ডেকে পাঠান। ট্রলি ইনচার্জ ফারুক এবং মাইক-৪৬ সেলিমের নেতৃত্বে ১৫ জন ট্রলিম্যান ডিডির রুমে গিয়ে এক বৈঠকে বসেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিডির সাথে বৈঠকে ট্রলিম্যানরা তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন যে, আমরা এতো কষ্ট করে প্রতি শিফটে ৫০ জনের বদলে ১০/১৫ জন লোক যাত্রীদের ট্রলির যোগান দেই, ৩ হাজার ট্রলি সরবরাহ করি, কিন্ত এরপর সিএসও আমাদের গালিগালাজ করে। তারা আরো জানান, আমাদের অন্য পদে পোস্টিং হয়েছে, কিন্ত কর্তৃপক্ষ আমাদের ছাড়ছেন না, আমরা আর ট্রলিম্যান হিসেবে ডিউটি করতে চাই না।
সূত্র জানায়, ডিডি ধৈযর্ ধরে ট্রলিম্যানদের কষ্টের কথা শোনেন এবং সিএসও‘র গালিগালাজের ব্যবস্থা করার আশ^াস দেয়ায় ট্রলিম্যানরা আবার দুপুর ১২টার দিকে কাজে ফিরে যান।
এ ব্যাপারে উপ-পরিচালকে মোশাররফ হোসেন বলেন, ট্রলিম্যানদের সাথে সিএসও‘র অনাকাংক্ষিত ঘটনা সুরাহার আশ^াসে ট্রলিম্যানরা সাময়িক কর্মবিরতির পর আবার তারা কাজে ফিরে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ট্রলি ইনচার্জ ফারুক এবং মাইক-৪৬ ট্রলিম্যান সেলিম জানান, সিএসও‘র গালিগালাজের প্রতিবাদে আমরা সাময়িক কর্মবিরতিতে যাই এবং ডিডির আশ^াসের পর আমরা আবার কাজে ফিরে গেছি।