স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা। দু’টি লাগেজ প্রায় দুই কোটি টাকা মূল্যের এ ওষুধ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার রাত ৮টার দিকে অবৈধ ওষুধগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার গণমাধ্যমকে জানান, দু’টি লাগেজ থেকে পাকিস্তানের তৈরি বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকার ওপরে।
তিনি বলেন, দুবাই থেকে ইতিহাদ ফ্লাইট যোগে সন্ধ্যা ৭টায় দিকে ওষুধগুলো বিমানবন্দরে আসে। ওষুধগুলো চেতনা ও ব্যাথানাশক।
তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।