বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমান নৌকার বিরুদ্ধে যাবেন না। ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ একাধিক নেতা এমন মন্তব্য করে বলেছেন, ডা. সেলিনা হায়াৎ আইভী যখন পৌরসভার মেয়র নির্বাচন করেছিলেন তখন শামীম ওসমান ভূমিকা রেখেছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে কবরীর বিজয়েও শামীম ওসমানের ভূমিকা ছিল।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমান পরিবার বনাম আইভীর বাবা প্রয়াত চুনকার পরিবারের বিরোধ দীর্ঘদিনের। চিত্র নায়িকা কবরীর সঙ্গে শামীম ওসমানের পারিবারিক বিরোধ রয়েছে। তবুও দু’জনের পক্ষ্যেই কাজ করেছেন শামীম ওসমান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আওয়ামী লীগ বিশাল দল। গ্রুপিং থাকবেই। তবে যারা আওয়ামী লীগ করে তারা নৌকার বিপক্ষ্যে যাবে না। আইভীকে জয়ী করতে শামীম ওসমান ও তার অনুসারীরা কাজ করছেন। তিনি আরও বলেন, বিএনপির অনেকেই আইভীকে ভোট দেবে। বিগত দিনে দলের উধ্বে উঠে সবার জন্য কাজ করেছেন আইভী।