বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > শহীদ সেনাকর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ সেনাকর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিডিআর বিদ্রোহে শহীদ সেনাকর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবদীন বীরবিক্রম পুষ্পার্ঘ্য অর্পণ করনে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ( আইজপি) এবং শহীদদের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দপ্তরে একদল বিপথগামী জওয়ান সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে হত্যা করে।