শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শপথ নিয়ে তন্ময় বললেন বড় দায়িত্ব চলে এসেছে

শপথ নিয়ে তন্ময় বললেন বড় দায়িত্ব চলে এসেছে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, অনুভূতি তো একটা থাকবেই। তবে এই অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো আমার ওপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটা পালন করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরপরই প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের সময় এক রকম বিষয় ছিল। এখন নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর দায়িত্বটা অন্য রকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।

তিনি বলেন, আজকে যে শপথটা নিলাম। এই শপথে আমি যেটা বলেছি, তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। এজন্য আমি দেশবাসীর পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি।

তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। এবারের নির্বাচনে শেখ হেলাল নির্বাচিত হয়েছেন বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসন থেকে।