শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > শনিবার কালীগঞ্জে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে গণসংবর্ধণা

শনিবার কালীগঞ্জে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে গণসংবর্ধণা

শেয়ার করুন

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: রাষ্ট্র পরিচালনায় সরকারের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে ৫০টি মন্ত্রণালয়ের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শীর্ষ দ্বিতীয় স্থান অর্জন করায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে শনিবার উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ প্রতিমন্ত্রীকে গণসংবর্ধণা দিবেন। সততা, দক্ষতা ও সরকারের গৃহীত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুরস্কৃত হওয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে শনিবার বেলা ২টায় উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে গণসংবর্ধণার দেয়ার আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া বলেন, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন। পাশাপাশি সারা দেশে তার মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় দ্বিতীয় স্থান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছে। তাই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ তাকে গণসংবর্ধণা দিবেন।