বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের কাছে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশংকা তৈরি হয়েছে। জাহাজটি কলকাতা থেকে ছেড়ে দক্ষিণ সুলাবেসির দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডেটিক ডটকম নামের একটি স্থানীয় গণমাধ্যমে যাত্রীর সংখ্যা ১০৮ বলে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।
স্থানীয় অনলাইন পত্রিকা কম্পাস ডটকম জানিয়েছে, জাহাজটিতে ১২২ জন যাত্রী ছিল। এর মধ্যে অন্তত ১০০ জনই নিখোঁজ রয়েছে। এদিকে এই জাহাজডুবি নিয়ে পরস্পরবিরোধী আরও অনেক তথ্য পাওয়া যাচ্ছে। দক্ষিণ সুলাবেসি পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, জাহাজ ডোবার কোনো ঘটনা ঘটেনি। বন্দর কর্তৃপক্ষ জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে।