সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > শচীনের নিরাপত্তা প্রত্যাহার, বাড়ল মুখ্যমন্ত্রীর ছেলের

শচীনের নিরাপত্তা প্রত্যাহার, বাড়ল মুখ্যমন্ত্রীর ছেলের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে মহারাষ্ট্র সরকার। তাদের নিরাপত্তা আরও আঁটসাঁট ও সুনিশ্চিত করতে কোপ পড়েছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সিকিউরিটিতে। সম্প্রতি পুনর্বিন্যাসের পর কমেছে তার নিরাপত্তা। প্রত্যাহার করা হয়েছে লিটল মাস্টারের ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা।
এতদিন শচীনের সঙ্গে ঘোরাফেরা করতেন পুলিশ কনস্টেবলরা। এখন থেকে সেই চিত্র দেখা যাবে না। কেবল সহচরের ব্যবস্থা থাকছে তার সঙ্গে। মাস্টার ব্লাস্টারের নিরাপত্তা কমলেও বেড়েছে শিবসেনা নেতা ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, ‘ওয়াই’ ক্যাটাগরি থেকে আদিত্যের নিরাপত্তা উন্নীত হয়েছে ‘জেড’ ক্যাটাগরিতে। নিরাপত্তা কমেছে মহারাষ্ট্রের বিজেপি নেতা একনাথ খাড়সের। আগে ‘ওয়াই’ ক্যাটাগরির সঙ্গে সহচর সেবা পেতেন তিনি। কিন্তু নিরাপত্তা ঢেলে সাজানোর পর তার সহচর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কমেছে সাবেক বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের। ‘জেড’ ক্যাটাগরি থেকে তার নিরাপত্তা কমিয়ে আনা হয়েছে ‘এক্স’ ক্যাটাগরিতে।

মহারাষ্ট্রজুড়ে ‘থ্রেট পার্সেপশন কমিটি’র সুপারিশ অনুযায়ী, পুনর্বিন্যাস করা হচ্ছে ৯৭ ভিআইপির বিশেষ নিরাপত্তা। এ কমিটির নতুন সুপারিশ অনুযায়ীই ২৯ জনের নিরাপত্তা কমানো হয়েছে। পাশাপাশি ১৬ জনের নিরাপত্তা ডি-ক্যাটাগোরাইজড করা হয়েছে।