শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > লিবিয়া উপকূলে উদ্ধার ২৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে

লিবিয়া উপকূলে উদ্ধার ২৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অবৈধভাবে সাগরপথে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার ৪৩ জন বাংলাদেশির মধ্যে ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী ১৭ তারিখে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর মধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি লেবার কাউন্সেলর আশরাফুল আলম।

তিনি বলেন, এই ২৭ জনের বাইরে যারা আছেন তারা লিবিয়ার বৈধ শ্রমিক। তাই তাদের সেখানেই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তারাও এখনই দেশে ফিরতে চান না। তবে তারা এখন লিবিয়ার কারাগারে রয়েছেন। লিবিয়ার আইন অনুযায়ী ছয় মাস কারাভোগের পর তারা কাজে যোগ দিতে পারবেন।