শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট তৈরির কারখানায় বিমান হামলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।

আহতদের মধ্যে ২ জন বাংলাদেশিও রয়েছে। কুমিল্লার মো. ইমন এবং ঝিনাইদাহের মোহাব্বত আলীর অবস্থা আশংকাজনক। তারা বর্তমানে ত্রিপোলি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম।

ভয়েস অব আমেরিকার এক অনলাইন প্রতিবেদনে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার রাজধানী ত্রিপোলির অদূরে অবস্থিত ওয়াদি আল-রাবি নামক এলাকায় বিমান হামলাটি চালানো হয়। সেখানে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেট মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, ‘রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট তৈরির কারখানায় বিমান হামলা হয়েছে। হামলায় নিহত সাতজনের মধ্যে ১ জন বাংলাদেশি ও দু’জন লিবিয়ার নাগরিক। তারা কারাখানাটিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।’

আহত ১৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়ার নাগরিক। ঘটনাস্থলের পাশের হাসপাতালগুলোতে তাদের ভর্তি করা হয়েছে।