শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > লিবিয়ায় তিউনিসীয় দূতাবাসের ১০ কর্মী অপহৃত

লিবিয়ায় তিউনিসীয় দূতাবাসের ১০ কর্মী অপহৃত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: লিবিয়ায় তিউনিসীয় দূতাবাসের ১০ কর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
লিবিয়ার রাজধানী ত্রিপোলী থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, তিউনিসিয়ার জাতীয় সার্বভৌমত্বের ওপর এ ধরনের জঘন্য হামলা আন্তর্জাতিক বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে তিউনিসিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অপহৃত কর্মীদের মুক্তি নিশ্চিত করতে সবরকম চেষ্টা তারা চালাচ্ছে।
তিউনিসীয় কর্তৃপক্ষ এই অপহরণকাণ্ড নিয়ে জরুরী বৈঠকে বসেছে। কিন্তু কারা এই অপহরণকাণ্ডে জড়িত তাদের ব্যাপারে কিছুই নিশ্চিত হওয়া যায়নি।
তবে অনেকেই অনুমান করছেন, লিবিয়ার স্বঘোষিত সরকারি দল মতান্তরে বিদ্রোহী গোষ্ঠী লিবিয়া ডন এই ঘটনায় জড়িত।
প্রসঙ্গত, মে মাসে আড়াইশ’র বেশি তিউনিসীয় নাগরিক অপহরণের শিকার হন। অবশ্য পরে তাদের মুক্তি দেওয়া হয়।
ত্রিপোলীতে দূতাবাস চালু রেখেছে অল্পসংখ্যক দেশ, তাদের মধ্যে একটি তিউনিসিয়া।
ত্রিপোলী শাসন করছে লিবিয়া ডন, জাতিসংঘ যাদের স্বীকৃতি দেয়নি।