রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দেযার হুমকী দেয়া হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। একটি টেলিটক নম্বর দিয়ে জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগকে এই হুমকি দেয়া হয়েছে।
এ ব্যাপারে গত রোববার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় কারাগার ও তার আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, জেলা কারাগারে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ২০ জন জঙ্গি রয়েছে। তারা এতদিন সাধারণ কয়েদির মতোই কারাগারে ছিল। বিষয়টি প্রথমে তেমন আমলে নেননি জেল কর্তৃপক্ষ। গত সপ্তাহে লালমনিরহাট কারাগারে ও জেল সুপার ও জেলা প্রশাসককে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইয়ের ছিনিয়ে নেয়ার হুমকী দেওয়া হয়েছে। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরপাত্তা ব্যবন্থা জোরদারসহ বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, চিঠির বিষযটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আর বেশী কিছু বলতে রাজি হননি তিনি। লালমনিরহাট জেলা কারাগারের সুপার চিঠির বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কেনো জিডি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিডি আমাদের নিরাপত্তার একটি বিষয়। এর বেশী কিছু বলতে রাজি হননি তিনি।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, কারাগারের ভিতরে জঙ্গী সংগঠনের সদস্যরা অবস্থান করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।