লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আওয়ামী স্বৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক, প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে আমার দেশ পাঠকমেলা লালমনিরহাট জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার দেশ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান উল আজিজ-এঁর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সাপ্তাহিক লালমনির কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু, দৈনিক সংগ্রাম পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি লাভলু শেখ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, মাই টিভি ও দ্য ডেইলি অবজার্ভার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু প্রমুখ। এ সময় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি সাব্বির আহম্মেদ লাভলু, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, রিয়াজুল ইসলাম, আমার দেশ পাঠকমেলা লালমনিরহাট জেলার সভাপতি ও ফুলবাড়ী কলেজের প্রভাষক হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা আমিনুল হক, পলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে একুশে পদকপ্রাপ্ত আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশের সাংবাদিকরা আর বসে থাকবে না, ফ্যাসিবাদদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।