লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদরের মোগলহাটের কর্ণপুরের আওয়ামী লীগের পাতি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্ণপুরের সরকারটারী মসজিদের সামনের সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে একই দাবিতে চলতি বছরের ২৩ এপ্রিল লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এলাকাবাসী একটি গণ পিটিশন দাখিল করেন।
শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে মোগলহাটের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সরকারটারি, রেল স্টেশন পাড়া, চওড়াটারি, মন্ডলটারি, গাড়িয়ালটারি, পূর্ব ব্যাপারীটারি, পশ্চিম ব্যাপারীটারী, খানটারি, মাঝাটারি ও কাটান দিঘি এলাকার প্রায় ১হাজার বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু, মোগলহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মোগলহাটের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জোনাব আলী প্রমুখ।
এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন আওয়ামী লীগের পাতি নেতা জাহাঙ্গীর আলম (৪০) তার মালিকানাধীন একই জমি এলাকার ৪/৫জনের কাছে বিক্রি করার কথা বলে জমির মূল্যের অধিকাংশ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে জমি রেজিষ্ট্রেশন করতে তাল বাহানা করে আসছেন। এমতাবস্থায় জমির মূল্য হিসেবে প্রদান করা টাকা ফেরত চাইলে মিথ্যা মামলা দিয়ে এমন কি বয়সী ও প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ চেষ্টা বা শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার অভিযোগ রয়েছে। সদর থানার পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেলে মামলা রেকর্ড না করায় সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচার করে থাকেন। এমন অভিযোগসহ বিগত আওয়ামী লীগের শাসন আমলে দলের প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে নানান কৌশলে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এলাকার লোকজনের।