শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > লাদেনের সন্ধান দেয়া ডাক্তারের কারাদণ্ড বাতিল

লাদেনের সন্ধান দেয়া ডাক্তারের কারাদণ্ড বাতিল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধান পেতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তাকারী পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির কারাদণ্ডাদেশ বাতিল করেছেন আদালত। দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে যুক্তরাষ্ট্রের সৈন্যদের তথ্য দেয়ার অভিযোগে ২০১২ সালে ডা. শাকিলের ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। বৃহস্পতিবার পাকিস্তানের জ্যেষ্ঠ বিচারক শাহেবজাদা মোহাম্মদ আনিস আগের বিচারকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তার দেয়া রায় বাতিল করেন। তিনি শাকিল আফ্রিদির পুনর্বিচারের সিদ্ধান্ত দেন। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের সেনাশহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। তখন লাদেনের অবস্থানের তথ্য দেয়ায় শাকিল আফ্রিদিকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্র। এর পরপরই গ্রেপ্তার হন শাকিল আফ্রিদি। তার সম্পদ জব্দ করা হয় এবং মেডিকেল স্টাফদের বরখাস্ত করা হয়। তার স্ত্রী এখন কোথায় আছেন সেটাও কারও জানা নেই।