সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > লাদেনের পয়সায় নির্বাচন করেন নওয়াজ

লাদেনের পয়সায় নির্বাচন করেন নওয়াজ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: জঙ্গিগোষ্ঠী আল কায়দার সাবেক প্রধান নিহত ওসামা বিন লাদেনের কাছ থেকে অর্থ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই অর্থ দিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক কর্মকর্তা খালিদ খাজার স্ত্রীর লেখা এক বইয়ে এ দাবি করা হয়েছে। পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের বরাতে সোমবার এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
‘খালিদ খাজা : শহিদ-ই-আমান’ নামের ওই বইয়ে বলা হয়েছে, বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) প্রধান নওয়াজ শরিফ জঙ্গিগোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছিলেন। বইয়ে আরও বলা হয়েছে, নওয়াজ শরিফ দেশটিতে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করতে লাদেনের কাছে অঙ্গীকার করেছিলেন। নির্বাচনে লড়ার জন্য আল কায়দা নওয়াজকে প্রচুর অর্থ সহায়তা দিলেও ক্ষমতায় আসার পর সব অঙ্গীকার থেকে সরে আসেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। সাবেক আইএসআই পরিচালক লে. জেনারেল হামিদ গুলের একটি বক্তব্য ওই বইয়ে ছাপানো হয়েছে।