বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > লন্ডনের ক্যামডেন মার্কেটে আগুন

লন্ডনের ক্যামডেন মার্কেটে আগুন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
লন্ডনের ক্যামডেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট এবং কমপক্ষে ৭০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

লন্ডনের পর্যটক আকর্ষণ খ্যাত ওই মার্কেটে রোববার (৯ জুলাই) মধ্যরাত থেকে আগুনের সূত্রপাত হয়।

লন্ডনের ফায়ার সার্ভিস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মার্কেটের তৃতীয় তলা ও সিঁড়িতে আগুন পৌঁছানো পর দমকলকর্মীরা সেখানে পৌঁছে।

তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হাতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পর্যটক আকর্ষণের জন্য মার্কেটটিতে প্রায় ১ হাজার দোকান, স্টল, ফুড আউটলেট ও বিনোদনের ভ্যানু রয়েছে। মার্কেটটিতে প্রতিবছর প্রায় ২৮ মিলিয়ন ক্রেতার সমাগম ঘটে।

ক্যামেডেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম নয়। এর আগেও ২০০৮ সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিএনএন